যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে এক যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে ল্যানকাস্টার কাউন্টি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম সিবিসি নিউজ।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৮টার ঠিক আগে বিমানটি ৫০০ এয়ারপোর্ট রোড এলাকার কাছে বিধ্বস্ত হয়। ওই বিমানে শুধু একজন পুরুষ যাত্রী ছিলেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনাটি পিপার পিএ-৪৬ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট একটি বিমানে ঘটে, যা ল্যানকাস্টার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।